রূপ রিতি এগ্রো ফার্ম সম্পর্কে
দেখতে চমৎকার, সাইজে বড়, চকচকে রং- না আমাদের পন্যে এসবের নিশ্চয়তা নেই। কারন, আমরা আদি ও আসল জাতের ফল, ফসল ও সবজি ফলাই। আমাদের দুগ্ধজাত বা অন্যান্য কৃষিপণ্যে এই নিশ্চয়তা দেয়া হয় যে, এটি ক্ষতিকর রাসায়নিক ও ভেজালমুক্ত। শতভাগ অর্গানিক পদ্ধতি মেনে গ্রামীণ কৃষির আদিকাল ফিরিয়ে আনতে রূপরিতি এগ্রো ফার্ম যাত্রা শুরু করে ২০১১ সালে।
যার প্রধান লক্ষ্য স্থানীয় জাতের ফসল ও সবজির সমৃদ্ধি ফিরিয়ে আনা। এই খামারের শুরু যেখানে তা রংপুরের কৃষি বৈচিত্র্যের একটি অঞ্চল। যে কারনেই সারাদেশের বড় বড় ব্যাবসায়ি গ্রুপগুলো তাদের শাখা প্রশাখা গড়ে ছেয়ে ফেলেছেন এলাকাটি। তাদের তত্বাধবধায়নে হচ্ছে বিদেশী জাতের ফসল, সবজী, ফল ও পোলিট্র’র চাষাবাদ। ফলন বেড়েছে, দামও কমেছে এসবের।
কিন্ত, বিশাল ক্ষতি হয়েছে স্থানীয় কৃষকদের পুরনো প্রসিদ্ধ জাতের ফসলগুলোর। বিলীন হয়ে গেছে এ অঞ্চলের প্রসিদ্ধ অনেক কৃষি পন্য। এরমধ্যে আচ্ছে ধান, ওষুধী শাক-সবজি ও ফল। গ্রামে গ্রামে ঘুরে সেই সব জাতের বীজ সংগহ করে বিশেষ যত্নে ওইসব শস্য আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে রূপরিতি এগ্রো ফার্ম। এর উৎপাদন, শস্য সংগ্রহ এবং বিপননেও রাখা হয়েছে ‘অর্গানিক’ পদ্ধতি । যাতে একেবারে আদি আসল কৃষি ফসলের স্বাদ পেতে পারেন সব শ্রেনীর ভোক্তারা। দেশের উত্তরাঞ্চলে এমন অর্গানিক কৃষি পন্যের এটিই একমাত্র খামার। যা এখন উন্নীত হয়েছে ফলজ বাগান এবং গবাদী পশুর খামারেও।