রূপরিতি এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কেরামত উল্লাহ বিপ্লব
রূপরিতি এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কেরামত উল্লাহ বিপ্লব। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন ইতিহাসে। পেশায় সাংবাদিক। কিন্ত, তার নেশা কৃষিতে। ‘খাওয়ার জন্য বাঁচা নয়-বাঁচার জন্য খাওয়া।’- এই মন্ত্রে বাংলার গ্রামীণ কৃষির পুনরুজ্জীবনে তিনি কাজ করছেন ২০০১ সাল থেকে ।
বিষমুক্ত শস্য ও খাদ্যপন্য উৎপাদনে জনসচেতনতা তৈরিতে সামাজিক আন্দোলনও করছেন। অর্গানিক এবং আদি কৃষিপন্য উদপাাদন পদ্ধতি সরেজমিন পর্যবেক্ষনে তিনি গেছেন ইতালি, জার্মানি, ভিয়েতনাম, ইন্দেনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ। তার পরিচর্যাতেই এখনো ফসল উৎপাদনে স্বতন্ত্র ধারা ধরে রেখেছে রূপরিতি এগ্রো ফার্ম ।